চাটগাঁ নিউজ ডেস্ক: ঢাকা–কক্সবাজার রেললাইনের চকরিয়ার বরইতলী মছনিয়া কাটা রেলক্রসিংয়ে ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেছে মালবাহী ট্রাক। এতে ট্রাকে থাকা চালক ও সহকারী গুরুতর আহত হয়েছেন। তাদের নাম-পরিচয় জানা যায়নি।
আজ সোমবার (১৪ জুলাই) সকাল ৬টার দিকে পেকুয়া থেকে ছেড়ে আসা চকরিয়াগামী মালবাহী একটি ট্রাকের সাথে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মালবাহী ট্রাকটি পেকুয়া থেকে চকরিয়া যাচ্ছিল। ওই সময় ক্রসিংয়ে কোনো গেটম্যান বা কোনো সংকেত ছিল না, তাই ট্রাকটি ক্রসিং পার হচ্ছিল। ঠিক তখনই কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি দ্রুতগতিতে হারবাং রেলস্টেশন অতিক্রম করে বরইতলী মছনিয়া কাটা রেলক্রসিংয়ে পৌঁছালে এই দুর্ঘটনা ঘটে। ট্রাকে থাকা চালক ও সহকারী গুরুতর আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে স্থানীয়রা চকরিয়া একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের অবস্থা আশঙ্কাজনক হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করা হয়। তবে ট্রেনের কেউ হতাহতের খবর পাওয়া যায়নি।
এ ব্যাপারে বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান জানান, সকালে বরইতলী মছনিয়াকাটা এলাকায় ট্রেনের সাথে পেকুয়া থেকে মাল বহনকারী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ট্রাকচালক ও সহকারী আহত হয়। ওই সময় রেল ক্রসিংয়ে কোন সংকেত বা গেটম্যান না থাকায় এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার বিষয় চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানানো হয়েছে।
চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, ট্রেনের ধাক্কায় মালবাহী ট্রাকের চালক ও সহকারী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে প্রথমে চকরিয়ার একটি হাসপাতালে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়।
চাটগাঁ নিউজ/এমকেএন