ট্রাম্প-পুতিনের ফোনালাপের পর ইউক্রেনে রাশিয়ার হামলা জোরদার

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোনালাপের পর ইউক্রেনে হামলা জোরদার করেছে রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি, ট্রাম্পের সঙ্গে পুতিনের ফোনালাপের পরপরই রুশ বাহিনী এ হামলা চালিয়েছে।

স্থানীয় কর্মকর্তাদের বরাতে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, কিয়েভের প্রায় প্রতিটি জেলায় রাতভর রাশিয়ার তীব্র হামলায় একজন নিহত ও ২৬ জন আহত হয়েছে।

ইউক্রেনের বিমানবাহিনীর তথ্যমতে, রাশিয়া ৫৫০টি ড্রোন ও ১১টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর মধ্যে তারা ৪৭৬টি ড্রোন ভূপাতিত করেছে।

ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা এবং বড় বিস্ফোরণের কারণে শুক্রবার সকালে ইউক্রেনের রাজধানীতে তীব্র ধোঁয়া ছড়িয়ে পড়ে।

এর আগে বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ঘণ্টাব্যাপী ফোনালাপ হয়। কয়েক ঘণ্টা পর ট্রাম্প বলেন, যুদ্ধবিরতি নিয়ে কোনো অগ্রগতি হয়নি। পুতিন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ শেষ করতে প্রস্তুত না হওয়ায় তিনি ‘হতাশ’।

এদিকে মস্কো বলছে, লক্ষ্য অর্জনে যতদিন প্রয়োজন ততদিন যুদ্ধ চলবে। টেলিগ্রামে দেশটির বিমানবাহিনী জানিয়েছে, কিয়েভে বেশ কয়েকটি হামলার পর আট ঘণ্টারও বেশি সময় ধরে বিমান হামলার সতর্কতা জারি করা হয়।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হামলার নিন্দা জানিয়ে বলেন, কঠিন ও নির্ঘুম রাত পার করেছেন। তিনি আন্তর্জাতিক মিত্রদের, বিশেষ করে যুক্তরাষ্ট্রকে মস্কোর ওপর চাপ বাড়াতে এবং আরও নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top