ট্রাম্পকে অভিনন্দন জানালেন ড. মুহাম্মদ ইউনূস

চাটগাঁ নিউজ ডেস্ক:  যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে বার্তা পাঠিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

অভিনন্দন বার্তার উদ্ধৃতি দিয়ে সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ কথা বলেন।

মুখপাত্র জানান, প্রধান উপদেষ্টা তার দৃঢ় আস্থা ব্যক্ত করেছেন যে, দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনে একসঙ্গে কাজ করবে।

প্রধান উপদেষ্টা বলেছেন, আমরা সেই বিশ্বাসের পুনরাবৃত্তি করছি এবং ডোনাল্ড ট্রাম্পকে তার নতুন মেয়াদ শুরু করার জন্য শুভ কামনা জানাচ্ছি।

ট্রাম্পকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের দুই বন্ধুত্বপূর্ণ দেশ অংশীদারত্বের নতুন পথ সন্ধানের কাজ করার সম্ভাবনা অফুরন্ত।

অধ্যাপক ইউনূস বলেন, ট্রাম্পকে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত করা এটাই প্রতিফলিত করে যে, তার নেতৃত্ব ও দূরদর্শিতা যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে অনুরণিত হয়েছে।

প্রধান উপদেষ্টা বলেন, আমি আত্মবিশ্বাসী যে, আপনার নেতৃত্বে যুক্তরাষ্ট্র সমৃদ্ধ হবে এবং বিশ্বজুড়ে অন্যদের অনুপ্রাণিত করতে থাকবে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অসংখ্য ক্ষেত্রে বন্ধুত্ব ও সহযোগিতার দীর্ঘ ইতিহাস রয়েছে।

অধ্যাপক ইউনূস বলেন, একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠায় আমাদের অঙ্গীকারের অংশ হিসেবে বাংলাদেশের সরকার ও শান্তিকামী জনগণ সবার জন্য শান্তি, সম্প্রীতি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি অর্জনে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আপনার প্রচেষ্টার অংশীদার ও সহযোগিতার অপেক্ষায় রয়েছে। সূত্র: ইউএনবি

চাটগাঁ নিউজ/ইউডি 

Scroll to Top