পড়া হয়েছে: ২৭
চাটগাঁ নিউজ ডেস্ক: মহানগর এলাকায় প্রবেশ নিষিদ্ধ ১৬টি গ্রাম সিএনজি অটোরিকশা ও ২টি রুট পারমিট বিহীন অটোটেম্পু ডাম্পিং করা হয়েছে।কাপ্তার রাস্তার মাথায় ডিসি ট্রাফিক জয়নুল আবেদীনের নির্দেশে পরিচালিত বিশেষ অভিযানে গাড়িগুলো আটক করে ডাম্পিং করা হয় ।
বুধবার (১৩ মার্চ) এ অভিযানে নেতৃত্ব দেন ট্রাফিক ইন্সপেক্টর মোঃ কামরুজ্জামান রাজ।
অভিযানের বিষয়ে তিনি বলেন, ‘আমরা প্রায় সময় অবৈধ গাড়ির বিরুদ্ধে এ ধরনের অভিযান পরিচালনা করে থাকি। এটা একটি চলমান প্রক্রিয়া। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।’
চাটগাঁ নিউজ/এমআর