ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৬

চাটগাঁ নিউজ ডেস্ক: নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।

আজ বুধবার (২৩ জুলাই) সকাল ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে উপজেলার তরমুজ পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

নাটোর বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাঈল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘রাজশাহী থেকে যাত্রী নিয়ে একটি মাইক্রোবাস ঢাকার উদ্দেশে যাচ্ছিল। অপরদিকে ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রাক বনপাড়ার দিকে যাচ্ছিল। এ সময় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে বড়াইগ্রাম উপজেলার তরমুজ পাম্প এলাকায় পৌঁছলে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।এ সময় মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। এতে সেখানে থাকা পাঁচজন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনায় আরও তিনজন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও একজন।আরেকজনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ইতোমধ্যে নিহতদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও পুলিশ কাজ শুরু করেছে বলেও জানান বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top