টেকনাফ সীমান্তে মাইন বিস্ফোরণে এক জেলে গুরুতর আহত

চাটগাঁ নিউজ ডেস্ক: টেকনাফ সীমান্তে নাফ নদীতে মাছ ধরতে গিয়ে মাইন বিস্ফোরণে মো. হানিফ (২৫) নামে এক জেলে গুরুতর আহত হয়েছেন। আহত হানিফ টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল গ্রামের ফজল করিমের ছেলে।

সোমবার (১২ জানুয়ারি) সকাল ১১টার দিকে হোয়াইক্যং সীমান্তের শাহজাহান দ্বীপ এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহত অবস্থায় হানিফকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।

এর আগে রোববার (১১ জানুয়ারি) একই সীমান্ত এলাকায় মিয়ানমার থেকে ছোড়া গুলিতে হুজাইফা নামে এক শিশু গুলিবিদ্ধ হয়। তাকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে সে লাইফ সাপোর্টে রয়েছে।

পরপর এসব ঘটনায় ক্ষুব্ধ ও আতঙ্কিত সীমান্তবাসী নিরাপত্তার দাবিতে কক্সবাজার–টেকনাফ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এতে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

উখিয়ায় দায়িত্বরত বর্ডার গার্ড বাংলাদেশের (৬৪ বিজিবি) ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, নাফ নদীতে মাছ ধরতে গিয়ে এক যুবক মাইন বিস্ফোরণে আহত হওয়ার বিষয়টি আমরা জেনেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সীমান্তসংলগ্ন কিছু এলাকায় মাইন পুঁতে রাখা রয়েছে। সম্ভাব্য ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করার কাজ চলছে।

হোয়াইক্যং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শাহজালাল জানান, আজও আমাদের এলাকার এক জেলে মাইন বিস্ফোরণে মারাত্মকভাবে আহত হয়েছেন। এর আগের দিন মিয়ানমারের গুলিতে এক শিশু মাথায় গুলিবিদ্ধ হয়েছে। এসব ঘটনায় সীমান্ত এলাকার মানুষ চরম আতঙ্কে রয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমামুল হাফিজ নাদিম বলেন, সীমান্তে গোলাগুলির ঘটনায় ঝুঁকি এড়াতে স্থানীয়দের সতর্ক থাকতে বলা হয়েছে। পাশাপাশি সড়ক অবরোধ তুলে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top