চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফে ইঞ্জিন চালিত একটি নৌকায় অভিযান চালিয়ে ১ কোটি ৫০ লাখ টাকা মূল্যের মালিকবিহীন ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্ট গার্ড।
শুক্রবার (১ আগস্ট) সকালে টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন গোলারচর সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযানে এসব ইয়াবা উদ্ধার করা হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর ২ টায় কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরীরদ্বীপ কর্তৃক গোলারচর সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় একটি সন্দেহজনক ইঞ্জিন চালিত কাঠের বোট তল্লাশি করে ১ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
তবে এ সময় মাদক পাচারকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। জব্দ করা ইয়াবা ও কাঠের বোটের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
চাটগাঁ নিউজ/জেএইচ