টেকনাফে ৭ জেলেকে ধরে নিয়ে গেছে আরকান আর্মি

চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের অদূরে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় একটি ট্রলার থেকে সাত জেলেকে অস্ত্রের মুখে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) বিরুদ্ধে।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে টেকনাফ পৌরসভার কায়ুকখালী বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ২৭ অক্টোবর ৪ জন জেলেসহ একটি ফিশিং ট্রলার ধরে নিয়ে গিয়েছিল আরাকান আর্মি।

তিনি জানান, টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের শাওন নামে এক ব্যক্তির মালিকানাধীন একটি ট্রলার সাগরে মাছ শিকার শেষে ঘাটে ফেরার পথে মিয়ানমারের আরাকান আর্মির হাতে আটক হয়। ট্রলারটিতে ৭ জন জেলে রয়েছে।

এদিকে, মিয়ানমারভিত্তিক সংবাদ মাধ্যম গ্লোবাল আরাকান নেটওয়ার্ক জানিয়েছে- গত ২৮ অক্টোবর সমুদ্রপথে টহল জোরদার করে আরাকান আর্মির উপকূলীয় নিরাপত্তা উপ-ইউনিট। টহল চলাকালে আরাকান রাজ্যের জলসীমা অতিক্রম করে মাছ ধরতে থাকা বাংলাদেশি ট্রলারগুলো শনাক্ত করা হয়। সন্ধ্যা সাড়ে ৭টায় মংডু টাউনশিপের একরাজা গ্রাম উপকূল থেকে প্রায় ২ দশমিক ১৪ কিলোমিটার পশ্চিমে বাংলাদেশি একটি কাঠের মাছ ধরার ট্রলারসহ ৭ জেলেকে আটক করে নিয়ে যায়।

ট্রলার থেকে তিনটি মাছ ধরার জাল এবং বিভিন্ন প্রজাতির প্রায় ২৬০ কেজি মাছ উদ্ধার করা হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দীন জানান, জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি স্থানীয়দের মাধ্যমে শুনেছি। বিষয়টি সংশ্লিষ্ট বাহিনীকে জানানো হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top