চাটগাঁ নিউজ ডেস্ক : ৩ কেজি ১০০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস সহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটককৃতরা হল- মিয়ানমার মংডু থানার মুন্নিপাড়া গ্রামের ইমান হোসেনের ছেলে মো. আলম (১৯) ও নুর মোহাম্মদের ছেলে মো. আয়াছ (২১)।
গতকাল বৃহস্পতিবার (৩০ মে) রাতে টেকনাফের নোয়াখালী পাড়ায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমদ (বিজিবিএমএস) জানান, গতকাল গভীর রাতে মেরিন ড্রাইভ সড়ক দিয়ে মাদকদ্রব্য পাচারের খবর পেয়ে চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি সিএনজি চেকপোস্টে আসলে গাড়িটি তল্লাশী করা হয়। ওই গাড়িতে থাকা দুই যাত্রীর কাছে পাওয়া যায় ৩ কেজি ১০০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস। পরে তাদের আটক করা হয়। আটক দু’জনকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধার এসব মাদকের মূল্য আনুমানিক ১৫ কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি।
চাটগাঁ নিউজ/এসআইএস