চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজার টেকনাফের হ্নীলায় মোটরসাইকেলের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে নুরুল আবছার (২৮) নামে আরও একজন নিহত হয়েছেন। তিনি দুর্ঘটনাকবলিত বাসের হেলপার ছিলেন।
শুক্রবার (৩১ অক্টোবর) রাতে চিকিৎসাধীন অবস্থায় নুরুল আবছারের মৃত্যু হয়।টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নূর বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল ৮টার দিকে টেকনাফের হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে প্রধান সড়কে মোটরসাইকেল-বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেল চালক জকির আহমেদ (৪০)। তিনি হ্নীলার ওয়াব্রাং এলাকার নাগু সওদাগরের ছেলে ও ইউনিয়ন নির্মাণ শ্রমিক দলের সভাপতি। এ সময় বাসটি খাদে পড়ে ১৯ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় টেকনাফ-কক্সবাজার সড়কের হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে মিনিবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মিনিবাসটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। আর ঘটনাস্থলে প্রাণ হারান মোটরসাইকেল চালক জকির আহমেদ। দুর্ঘটনায় খাদে পড়া বাসের অন্তত ১৯ জন আহত হন। তাদের মধ্যে ছিলেন মিনিবাসের হেলপার নুরুল আবছারও।
চাটগাঁ নিউজ/এমকেএন







