পড়া হয়েছে: 31
চাটগাঁ নিউজ ডেস্ক: টেকনাফের বাহারছড়া শাপলাপুর বাজার থেকে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো. সাইফুল ইসলামকে (৩০) গ্রেপ্তার করেছে র্যাব-১৫।
গ্রেপ্তার মো. সাইফুল ইসলাম টেকনাফের বাহারছড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড শামলাপুর নয়াপাড়ার বাসিন্দা নুরুল ইসলামের ছেলে।
শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) আ.ম. ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ৫ ডিসেম্বর রাতে অভিযান পরিচালনা করে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো. সাইফুল ইসলামকে টেকনাফের বাহারছড়া শাপলাপুর বাজার হতে গ্রেপ্তার করা হয়েছে। তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন






