টেকনাফে মানবপাচারকারী আস্তানার সন্ধান, উদ্ধার ১৪

চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারীদের আস্তানার সন্ধান পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ওই আস্তানা থেকে অপহৃত ১৪ জনকে উদ্ধারও করা হয়েছে।

শনিবার (১০ মে) রাতে উপজেলার সদর ইউনিয়নের উত্তর লম্বরী এলাকার মানব পাচারকারী সাইফুল ইসলামের বাড়ি থেকে তাদের উদ্ধার করা হয়।

আজ রোববার (১১ মে) সকাল সাড়ে ১০টায় টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরেই টেকনাফে অপহরণ চক্রের বিরুদ্ধে বিজিবির অভিযান চলছে। মালয়েশিয়া পাচারের জন্য বেশ কিছু বাংলাদেশি নাগরিকে অপহরণ করে জিম্মি করেছে এমন খবর পেয়ে লেঙ্গুরবিলে সাইফুলের গোপন আস্তানায় অভিযান চালানো হয়। সেখান থেকে ১৪ জন বাংলাদেশিকে উদ্ধার করা হয়।

বিভিন্ন জেলা এবং উপজেলা থেকে দালালের মাধ্যমে বিভিন্ন সময়ে মোবাইল ফোনে নানা ধরনের প্রলোভন দেখিয়ে তাদের এনে জিম্মি করে দুর্গম আস্তানায় রাখা হয়। অপহরণকারীরা ভিকটিমদের পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করেছিলেন। মুক্তিপণের জন্য শারীরিক নির্যাতনও চালানো হয় তাদের উপর।

তিনি আরও জানান, কুখ্যাত অপরাধী চক্রটির সদস্যদের গ্রেপ্তারে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং উদ্ধারকৃত ভুক্তভোগীদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top