টেকনাফে ভেসে এলো নিখোঁজ জেলের লাশ

চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফের অদূরে বঙ্গোপসাগরের নৌকা উল্টে নিখোঁজ হওয়া এক জেলের মরদেহ ভেসে এসেছে।  ভেসে আসা মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১ ডিসেম্বর) ভোর ৬টার দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ পশ্চিমপাড়া সৈকত থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে বলে শাহপরীরদ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আজাহরুল ইসলাম নিশ্চিত করেন। মৃত হেলাল উদ্দিন (২৭) সাবরাং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল হোসেনের ছেলে।

নৌকার মালিক এনাম উল্লাহ বলেন, শনিবার সকালে তার টানা জালের একটি নৌকা নিয়ে সাগরে মাছ ধরতে যায় দুই জেলে। এক পর্যায়ে বড় একটি ঢেউয়ের আঘাতে নৌকাটি উল্টে যায়। এতে হেলাল উদ্দিন নিখোঁজ হয়।

শাহপরীরদ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আজাহরুল ইসলাম বলেন, মৃত জেলের পরিবার ও স্বজনদের কারও কোনো ধরণের অভিযোগ না থাকায় লাশটি হস্তান্তর করা হয়েছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top