টেকনাফে বিশেষ অভিযানে মাদকসহ গ্রেফতার ২

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে বিজিবি ৮ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট, দেশীয় অস্ত্র, ওয়াকিটকি ও নগদ টাকাসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতের অভিযানে উপজেলার সাবরাং ইউনিয়নের মন্ডলপাড়া এলাকায় অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃতরা হলেন, ওই এলাকার মো. জুবাইরের স্ত্রী ফাইজা আক্তার (১৯) ও আবুল কালামের পুত্র আইয়ুব আলী (৩৭)। তবে মাদক চক্রের মূল হোতা ও মো. জুবাইরের ছেলে মোহাম্মদ জুবাইর (৪০) পালিয়ে যায়। বিজিবি সূত্রে জানা যায়, মাদক পাচারের এ সঙ্ঘবদ্ধ চক্রের আস্তানায় আঘাত হানো হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, অভিযানে মোট ১৯,২০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১৩০ গ্রাম ইয়াবা পাউডার, নগদ ১০ লাখ ৩০ হাজার টাকা, ৭টি চাপাতি, ৪টি চাকু, ২টি ওয়াকিটকি সেট, ৪টি সিসি ক্যামেরা, ২টি মোটরসাইকেলের তেলের ট্যাংকসহ বিভিন্ন মাদক বিক্রয়ের সরঞ্জাম জব্দ করা হয়। এছাড়া মাদক প্যাকেজিংয়ের জন্য ব্যবহৃত যন্ত্রপাতি ও ব্যাংক লেনদেনের প্রমাণাদি উদ্ধার করা হয়েছে।

টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমান বলেন, এই এলাকায় মাদক বিরোধী অভিযান আমাদের নিয়মিত একটি অংশ৷ দেশের মাটি থেকে মাদক চোরাচালানের কালো ছায়া সম্পূর্ণরূপে মুছে ফেলার জন্য বিজিবি সদা প্রস্তুত ও অঙ্গীকারবদ্ধ।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাদের টেকনাফ থানায় হস্তান্তর করা হবে। মো. জুবাইরকে দ্রুত আইনের আওতায় আনার জন্য বিজিবি কাজ চালিয়ে যাচ্ছে।

চাটগাঁ নিউজ/ইব্রাহিম/এমকেএন

Scroll to Top