পড়া হয়েছে: 29
চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফে বাড়ির পাশের পুকুরে ডুবে আব্দুল মালেক নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে হোয়াইক্যং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী।
আজ রবিবার (১৪ ডিসেম্বর) দুপুরে এ ঘটনাটি ঘটে। নিহত আব্দুল মালেক উপজেলার হোয়াইক্যং আধাঁরিছড়ার খুরশেদ আলম প্রকাশ বদিয়ার ছেলে।
এই বিষয়ে মালেকের বাবা বলেন, ছেলে পুকুরে গোসল করছিল। এক পর্যায়ে পানিতে ডুবে যায়। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে, সেখানে চিকিৎসাধীন অবস্থায় মালেকের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খোকন কান্তি রুদ্র বলেন, শিশুটির পানিতে ডুবে মৃত্যু হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
চাটগাঁ নিউজ/এমকেএন







