পড়া হয়েছে: 63
চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফে ট্রলার থেকে ছিটকে পড়ে মো. রুবেল (২২) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন। তিনি উপজেলার বাহারছড়া শীলখালীর আব্দুল কাদেরের ছেলে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত আনুমানিক ৩টার দিকে টেকনাফ বাহারছড়া শীলখালী সংলগ্ন সাগরে এ ঘটনা ঘটে।
রুবেলের চাচাতো ভাই জয়নাল আবেদিন জানান, মঙ্গলবার মধ্যরাতে শীলখালী নৌঘাঁট দিয়ে ইঞ্জিন চালিত নৌকায় মো. রুবেল মাছ ধরতে যান। তখন সাগরের ঢেউয়ের ধাক্কায় নৌকা থেকে ছিটকে পড়ে গেলে তাকে আর খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। এখনো তাকে খোঁজা হচ্ছে।
বাহারছড়ার ইউনিয়ন পরিষদের সদস্য আমান উল্লাহ জানান, মো. রুবেল নামে এক জেলে সাগরে নিখোঁজের বিষয়টি শুনেছি। নিখোঁজ রুবেলকে তার পরিবার খোঁজ করছেন।
চাটগাঁ নিউজ/এমকেএন






