টেকনাফে জিম্মি দশা থেকে ৭ জনের মুক্তি 

চাটগাঁ নিউজ ডেস্ক: টেকনাফের হোয়াইক্যং শামলাপুর ঢালা থেকে অপহৃত আরো ৭ জনকে মুক্তিপণ পেয়ে ছেড়ে দিয়েছে অপহরণকারীরা। তবে কত টাকা মুক্তিপণ দিয়ে তারা ছাড়া পেয়েছেন তা জানা যায়নি। বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যাকালীন রাতের কোন এক সময়ে তারা অপহরণ চক্রের সদস্যদের জিম্মি দশা থেকে মুক্তি পেয়ে পরিবারের কাছে ফিরে আসতে সক্ষম হয় বলে জানা যায়।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, অপহৃত ৭ জন মুক্তি পেয়ে এলাকায় ফিরেছে। নাম প্রকাশে অনিচ্ছুক মুক্তি পাওয়া অপহৃতদের এলাকার লোকজন বলছেন, মুক্তিপণ দিয়ে তারা ফিরে এসেছে। তবে অপহৃতদের কেউ কথা বলতে রাজি হননি। একদিন পর বন্দিদশা থেকে মুক্তি পেয়ে তারা মানসিকভাবে বিপর্যস্ত। তাই কথা বলতে চান না।

এর আগে, সোমবার (৩০ ডিসেম্বর) সকালে পাহাড়ে গাছের চারা রোপণ করতে গিয়ে ওই ১৮ জন অপহরণের শিকার হয়েছিলেন। পরেরদিন মঙ্গলবার কক্সবাজারের টেকনাফে পাহাড়ে সশস্ত্র সন্ত্রাসীদের আস্তানা থেকে অপহৃত ১৮ শ্রমিককে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত দুজনকে আটক করেছে পুলিশ।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top