পড়া হয়েছে: 63
চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্ট গার্ড। বুধবার (২৯ অক্টোবর) ভোর ৫টায় জালিয়াপাড়া খানকার ডেইল এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
তিনি জানান, আজ ভোরে জালিয়াপাড়া খানকার ডেইল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় একব্যক্তি কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে প্লাস্টিকের ব্যাগ জঙ্গলে ছুড়ে ফেলে পালিয়ে যায়। পরে ওই জঙ্গল থেকে ৫০ হাজার ইয়াবা পিস উদ্ধার করা হয়।
উদ্ধার করা এসব ইয়াবার আনুমানিক মূল্য আড়াই কোটি টাকা। মাদক পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
চাটগাঁ নিউজ/এমকেএন







