পড়া হয়েছে: ২৬
চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায় ১০ জন অপহরণের ঘটনায় অপহরণকারী চক্রের দুইজনকে অস্ত্রসহ আটক করেছে টেকনাফ থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৮ মার্চ) রাতে উপজেলার উনছিপ্রাং এলাকায় অভিযান চালিয়ে নবী সুলতান ওরফে নবীন ও মো. ছলিম নামে আটক করা হয়।
শুক্রবার (২৯ মার্চ) দুপুরে টেকনাফ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গণি এ তথ্য জানান।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গণি বলেন, টেকনাফ উনছিপ্রাং এলাকায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে অপহরণকারী চক্রের দুই সদস্যকে আটক করে। তাদের মধ্যে নবী সুলতানের কাছ থেকে একটি একনলা বন্দুক ও ৭-৮টি দা ও কিরিচ উদ্ধার করা হয়। আটক ছলিম স্বীকার করেছে, তারা ১৫ জনের একটি অপহরণকারী টিম সম্প্রতি ১০ জন অপহরণের ঘটনায় জড়িত ছিল।
আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
চাটগাঁ নিউজ/এমআর