টেকনাফের পাহাড় থেকে ২৫ নারী-শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

চাটগাঁ নিউজ ডেস্ক: টেকনাফের গহীন পাহাড়ে কোস্ট গার্ড ও নৌবাহিনীর অভিযানে পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ ২৫ জনকে উদ্ধার করা হয়েছে। এ সময় দুই মানব পাচারকারীকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ বেশ কিছু সংখ্যক ব্যক্তিকে টেকনাফের বাহারছড়ার জুম্মা পাড়ার গহীন পাহাড়ি এলাকায় বন্দি করে রাখা হয়েছে- এমন তথ্যের ভিত্তিতে সোমবার কোস্টগার্ড এবং নৌবাহিনী অভিযান পরিচালনা করে। এ সময় পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ ২৫ জনকে উদ্ধার করা হয়। এছাড়া দুই মানব পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

উদ্ধারকারীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, পাচারকারীরা তাদের আটকে রেখে নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায় করার চেষ্টা করছিল। উদ্ধার ব্যক্তি ও গ্রেপ্তার পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top