টেকনাফের গহীন পাহাড়ে বন্যহাতির মরদেহ

চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড়ে প্রায় ৭০ বছর বয়সী বন্যহাতির মরদেহ উদ্ধার করেছে বনবিভাগ।

শনিবার (৩০ মার্চ) সকালে টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদার গহীন পাহাড়ে দেখা মেলে এ মৃত হাতির।

কক্সবাজার দক্ষিণ বনবিভাগীয় কর্মকর্তা মো. সরওয়ার আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বনবিভাগের কর্মীরা বাগান পরিদর্শনে গিয়ে হাতির মরদেহ দেখা পায়। পরে বনবিভাগের লোকজন ঘটনাস্থলে যান। যে হাতিটির মরদেহ পাওয়া গেছে তা পুরুষ এবং প্রায় ৭০ বছর বয়স্ক। প্রাথমিক ধারণা মতে বয়স্ক হওয়ায় বার্ধ্যকজনিত কারণে হাতিটির মৃত্যু হয়ে বলে মনে হচ্ছে। তারপরও ময়নাতদন্তের জন্য নমুনা সংগ্রহ করে হাতিটি মাটিতে পুঁতে দেয়ার প্রক্রিয়া চলছে।

এ ব্যাপারে টেকনাফ থানায় সাধারণ ডায়েরিও করা হবে। ময়নাতদন্তের পর মৃত্যু মুল কারণ জানা যাবে।

চাটগাঁ নিউজ/এমআর

Scroll to Top