টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় পাকিস্তান ক্রিকেট দল

স্পোর্টস ডেস্ক: তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বুধবার সকালে ঢাকায় পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দলের প্রথম বহর। এই দলে রয়েছেন অধিনায়ক সালমান আলি আগাসহ বেশ কয়েকজন মূল ক্রিকেটার ও কোচিং স্টাফ। করাচি থেকে দুবাই হয়ে ঢাকায় এসে পৌঁছান তারা। দলের বাকি সদস্যরা বিকেলে বাংলাদেশে এসে যোগ দেবেন।

বাংলাদেশ-পাকিস্তান মধ্যকার এই টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২০ জুলাই, মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২২ ও ২৪ জুলাই। প্রতিটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।

বাংলাদেশ সফরের আগে করাচিতে সংবাদ সম্মেলনে নিজেদের প্রস্তুতি ও প্রতিপক্ষ নিয়ে কথা বলেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা।

তিনি বলেন, ‘বাংলাদেশ যেকোনো কন্ডিশনে ভালো খেলে, নিজেদের মাঠে তো আরও শক্তিশালী। রেকর্ড ঘাটলেই দেখা যায়, অনেক বড় বড় দলকে হারিয়েছে তারা। তাই আমাদের প্রস্তুতিটাও সে অনুযায়ী নিয়েছি।’

নিজের অধিনায়কত্ব ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি আরও বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিদিনই নতুন চ্যালেঞ্জ আসে। কখনও উপরে, কখনও নিচে যেতে হয়—একটা রোলার কোস্টারের মতো। আমি চেষ্টা করি প্রতিটি পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে। জীবনের মতো করেই ক্যারিয়ার এগিয়ে নিয়ে যাচ্ছি, অতিরিক্ত ভাবছি না। আগেও এভাবেই চলেছি, এখনো তাই করব।’

পাকিস্তানের প্রথম বহরে যারা এসেছেন, তাদের মধ্যে রয়েছেন—সাইম সাইয়ুব, ফখর জামান, মোহাম্মদ নওয়াজ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ ও খুশদিল শাহ। ‘জিও সুপার’-এর খবরে বলা হয়, বুধবার সকালে দ্বিতীয় বহরের ক্রিকেটাররাও রওনা হয়েছেন।

গত মাসেই পাকিস্তান সফরে গিয়েছিল বাংলাদেশ দল, যেখানে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়ে দেশে ফিরেছে লিটন-শান্ত-মিরাজরা। এবার নিজেদের মাটিতে সেই হারের প্রতিশোধ নিতে মুখিয়ে থাকবে টাইগাররা।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top