টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের বাঁচা-মরার লড়াই আজ

ক্রীড়া ডেস্ক: প্রথম টি-টোয়েন্টিতে সাত উইকেটের বড় ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। আজ ডাম্বুলায় শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে লিটন কুমার দাসের দল। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। তিন ম্যাচের সিরিজে ইতোমধ্যেই ১-০ ব্যবধানে এগিয়ে আছে লঙ্কানরা। আজকের ম্যাচে হারলেই সিরিজ হাতছাড়া হবে টাইগারদের।

এমনিতেই আগের টেস্ট ও ওয়ানডে সিরিজ হারায় সফরটা হতাশাজনকভাবে শুরু করেছে বাংলাদেশ। তাই আজ জয় না এলে পুরো সফরই শেষ হবে খালি হাতে।

প্রথম ম্যাচে ভালো শুরু করেও বড় স্কোর করতে ব্যর্থ হয় বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিম নজরকাড়া ব্যাটিং করলেও লিটন দাস, তাওহীদ হৃদয়দের ব্যর্থতায় ইনিংস বড় হয়নি। আজকের ম্যাচে ফল নিজেদের পক্ষে আনতে হলে ব্যাটারদেরই বড় দায়িত্ব নিতে হবে।

সিরিজে টিকে থাকার জন্য জয়ের বিকল্প নেই—এই চাপে ব্যাকফুটে বাংলাদেশ দল। মানসিকভাবে চাপ সামলাতে না পারলে আজও ব্যর্থতার পুনরাবৃত্তি হতে পারে।

২০১৭ সালের পর এই প্রথমবার শ্রীলঙ্কার মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলছে বাংলাদেশ। খেলোয়াড়দের পরিবারের সঙ্গে থাকার সুযোগ থাকায় মানসিক চাপের অজুহাত নেই। তা সত্ত্বেও মাঠের পারফরম্যান্সে উন্নতির ছাপ নেই। ফরম্যাট বদলালেও দলের ব্যর্থতার ধারা অব্যাহত রয়েছে।

টেস্ট আর ওয়ানডে সিরিজের পর এবার কি টি-টোয়েন্টিও হাতছাড়া হবে? এমন শঙ্কা জেগেছে সমর্থকদের মনে।

দ্বিতীয় টি-টোয়েন্টির আগে শ্রীলঙ্কার ফিল্ডিং কোচ উপুল চন্দনা জানিয়েছেন, প্রথম ম্যাচের চেয়েও ভালো খেলতে চায় লঙ্কানরা। ডাম্বুলার উইকেট নিয়েও তিনি আশাবাদী।

তাদের আত্মবিশ্বাস আর বাংলাদেশের চাপে থাকা—এই দুই বিপরীত মেরুতে দাঁড়িয়ে আজ মুখোমুখি হবে দুই দল। মাঠের চাপ গিয়ে পড়েছে টাইগারদের ড্রেসিংরুমেও। এখন দেখার বিষয়, লিটন-তাওহীদরা সেই চাপ সামলে ঘুরে দাঁড়াতে পারেন কিনা।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top