টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে সিরিজ খেলবে বাংলাদেশ

চাটগাঁ নিউজ ডেস্ক: আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সংক্ষিপ্ততম এই বিশ্ব আসরের প্রস্তুতিতে ম্যাচ অনুশীলনের বিষয়টি বিশেষ গুরুত্বের সঙ্গে দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। এ ছাড়া বিশ্বকাপের ঠিক আগে সহ-আয়োজক যুক্তরাষ্ট্রের বিপক্ষে তাদের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে নাজমুল হোসেন শান্তর দল।

বৃহস্পতিার ঢাকায় একটি অনুষ্ঠানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিষয়টি জানান বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। বিসিবির এই পরিচালক জানান, আগের মতো বিশ্ব আসরের আগে এবারও প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখা হবে না।

বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে আছে বাংলাদেশ। এই গ্রুপের বাকি চার দল হচ্ছে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপাল। চার ম্যাচের প্রথম দুটি যুক্তরাষ্ট্রে খেলবে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজে নিয়মিত খেললেও যুক্তরাষ্ট্রে মাত্র একবার খেলেছে বাংলাদেশ। ২০১৮ সালে ফ্লোরিডায় ক্যারিবীয়দের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি খেলে তারা।

দেশটিতে খেলার অভিজ্ঞতা না থাকায় এই সিরিজ আয়োজনের পরিকল্পনা বিসিবির। এতে একটু আগেভাগে সেখানে গিয়ে কন্ডিশনের সঙ্গেও মানিয়ে নেওয়া যাবে। জালাল ইউনুস বলেন, ‘সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপে আমরা যেভাবে যাচ্ছি, সামনে আমরা জিম্বাবুয়ের বিপক্ষে ৫টি টি-টোয়েন্টি খেলব। এখন তো বিপিএল চলছে। এরপর আমরা পরিকল্পনা করছি যুক্তরাষ্ট্র দলের সঙ্গে আমরা সেখানে ৩টি ম্যাচের সিরিজ খেলব। এটাও আমাদের অনুশীলন ও প্রস্তুতির মধ্যেই পড়ে।’

চলমান বিপিএলের ফাইনাল আগামী ১ মার্চ অনুষ্ঠিত হবে। এদিনই বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। এসেই সিলেটে চলে যাবে সফরকারীরা। ৪ মার্চ শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শুরু হবে মে মাসের দ্বিতীয় সপ্তাহে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের সিরিজটি মে মাসের শেষ দিকে হতে পারে। প্রথমবারের মতো দেশটির বিপক্ষে খেলতে যাচ্ছে বাংলাদেশ।

আগামী বিশ্বকাপের প্রস্তুতির আলোচনায় উঠে আসে গত বছরের বিশ্বকাপও। গত বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে বাজে সময় পার করে বাংলাদেশ, ৯ ম্যাচের ২টিতে জেতে তারা। এই ব্যর্থতার কারণ হিসেবে প্রস্তুতির ঘাটতির কথা উল্লেখ করেন অধিনায়কের দায়িত্বে থাকা সাকিব আল হাসান। এ ছাড়া বিশ্বকাপ শুরুর মাত্র আট মাস আগে প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহের দায়িত্ব নেওয়ার ব্যাপারটিও কারণ হিসেবে দেখা হয়।

যদিও জালাল ইউনুস মনে করেন, গত বিশ্বকাপে প্রস্তুতির কোনো ঘাটতি ছিল না। কোচ বদলের ব্যাপারটিও প্রভাব ফেলেনি। তার ভাষায়, ‘প্রস্তুতির ঘাটতি গতবারও ছিল না। কোচ না থাকলেও ধারাবাহিকতা তো ছিল। আমাদের প্রস্তুতির ধারাবাহিকতা ছিল। কোচ না থাকলে কী হবে! প্রস্তুতির ঘাটতি ছিল না। আমরা খারাপ করেছি মানে এই নয় যে কোচ কম সময় পেয়েছে বলেই পারফরম্যান্স খারাপ হয়েছে। এটা কারণ নয়।’

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ও প্রথম দুই ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। চোখের সমস্যা কাটিয়ে উঠতে না পারায় কোনো ফরম্যাটেই নেওয়া হয়নি সাকিবকে। টেস্ট সিরিজেও অভিজ্ঞ এই অলরাউন্ডার খেলবেন না, বিরতি নিয়েছেন তিনি। দল ঘোষণার বেশ আগেই আজ এটা নিশ্চিত করে দিয়েছেন জালাল ইউনুস। টি-টোয়েন্টি এবং ওয়ানডের মতো টেস্ট সিরিজও অনুষ্ঠিত হবে সিলেট ও চট্টগ্রামে। এক বছরের জন্য তিন ফরম্যাটেরই নেতৃত্ব দেওয়া হয়েছে নাজমুল হোসেন শান্তকে।

চাটগাঁ নিউজ/এমআর

Scroll to Top