আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি: চট্টগ্রামের ফটিকছড়ির নানুপুর বাজার থেকে বিক্রয় নিষিদ্ধ টিসিবির সয়াবিন তেল জব্দের ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ।
সোমবার (২৫ আগস্ট) রাতে ফটিকছড়ি থানার এসআই আব্দুর রাজ্জাক বাদী হয়ে গ্রেপ্তারকৃত ব্যবসায়ী মোহাম্মদ ইকবালকে প্রধান আসামি এবং অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করে মামলা রুজু করেন।
আজ (২৬ আগস্ট) সকালে আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত ইকবালকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আহমদ।
তিনি বলেন, আইনগত প্রক্রিয়া শেষ করে আসামিকে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া তদন্তে আরও যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে, তাদেরকেও আইনের আওতায় আনা হবে।
উল্লেখ্য, সোমবার (২৫ আগস্ট) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোজাম্মেল হক চৌধুরীর নেতৃত্বে পরিচালিত অভিযানে নানুপুর বাজার থেকে বিক্রয়ের জন্য মজুদকৃত টিসিবির ১ হাজার ২০ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। এসময় ব্যবসায়ী ইকবালকে আটক করা হয়।
টিসিবি (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ) এর তেল সাধারণত নিম্নআয়ের মানুষের জন্য সরকার নির্ধারিত মূল্যে সরবরাহ করা হয়। তবে অসাধু ব্যবসায়ীরা তা বাজারে উচ্চমূল্যে বিক্রির উদ্দেশ্যে মজুদ করে রাখে। এ কারণে নিয়মিত অভিযান পরিচালনা করছে প্রশাসন।
চাটগাঁ নিউজ/এমকেএন