নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের ভাটিয়ারি স্টেশনে ট্রেনের টিকিট জালিয়াতির অপরাধে একজনকে সাময়িক বরখাস্ত করেছে রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক বিভাগ। এছাড়াও এ ঘটনায় ভাটিয়ারি স্টেশনের স্টেশনে মাস্টার সঞ্জীব দাশের বিরুদ্ধে চার্জশিট গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) সাময়িক বরখাস্ত ও চার্জশিট গঠনের আদেশ দেন রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা তৌষিয়া আহমেদ।
সাময়িক বরখাস্ত হওয়া ওই ব্যক্তির নাম আসিফুর রহমান। তিনি ভাটিয়ারি স্টেশনের বুকিং সহকারী পদে কর্মরত ছিলেন।
ইদ উপলক্ষে যাত্রী হয়রানি ও চাপ কমাতে ১০ দিন আগে থেকেই ট্রেনের অগ্রীম টিকিট বিক্রয় শুরু করে রেল কর্তৃপক্ষ। তবে সময়ের আগেই বিভিন্ন নামে সব টিকিট বুকিং দিয়ে রাখেন অনেকেই। এর জন্য অনেকেই দেন নির্দিষ্ট দামের চাইতে বাড়তি টাকা। ফলে টিকিট বিক্রি শুরুর সাথে সাথেই শেষ হয় যায় সকল টিকিট। এতে ভোগান্তিতে পড়তে হয় সাধারণ যাত্রীদের।
রেল সূত্রে জানা যায়, আগামী ২৯ তারিখের ট্রেনের টিকিট ১০ দিন আগে ছাড়ার কথা থাকলেও বুকিং সহকারী আসিফুর রহমান তা একদিন আগে অর্থাৎ ১৮ তারিখে নিজের পরিচিতদের নামে বুকিং দিয়ে রাখেন।
এ ঘটনা কর্তৃপক্ষের নজরে আসতেই স্টেশন মাস্টার ও বুকিং সহকারীর বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেন রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক বিভাগ।
স্বচ্ছ রেল ব্যবস্থা নিয়ে সোচ্চার রেলওয়ে টিএলআর কর্মচারী সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা মোহাম্মদ হোসেন বলেন, রেলওয়ে কর্মকর্তাদের নাকের ডগায় বসে এমন অনিয়ম খুবই হতাশার। টিকেট কালোবাজারি এবং অনিয়ম নিয়ে গুটিকয়েক রেল কর্মচারী এবং কর্মকর্তার জন্য গোটা রেলওয়ে দায়ী হচ্ছে। অথচ হাজারো কর্মচারী কর্মকর্তা সততা এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। এ সকল অনিয়মের সাথে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তি প্রদান করলে ভবিষ্যতের জন্য শিক্ষণীয় হয়ে থাকবে মন্তব্য করেন তিনি।
এ বিষয়ে বিভাগীয় বাণিজ্যিক তৌষিয়া আহমেদ বলেন, অভিযোগ পেয়ে সাথে সাথে আমরা টিম গঠন করে তদন্তে পাঠিয়েছি। অভিযোগ প্রমাণিত হওয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। বুকিং সহকারীকে সাময়িক বরখাস্ত করে স্টেশন মাস্টারের বিরুদ্ধে চার্জশিট গঠন করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এইচএস/এসএ