টানা দুই ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া বাংলাদেশ দলের

স্পোর্টস ডেস্ক: ঘরের মাঠেই সিরিজ হাতছাড়া বাংলাদেশ দলের। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে ক্যারিবীয়রা।

১২০ বলে ১৫০ রানের টার্গেট তাড়ায় ১৩৫ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৬১ রান করেন ওপেনার তানজিদ হাসান তামিম।

বাকি সাত ব্যাটসম্যানের ব্যর্থতায় ৮৯ রানও করা সম্ভব হয়নি। যে কারণে ১৪ রানে হেরে যায় বাংলাদেশ।

বুধবার (২৯ অক্টোবর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৪৯ রান করে উইন্ডিজ।

দলের হয়ে ৩৬ বলে তিন চার আর তিন ছক্কার সাহায্যে সর্বোচ্চ ৫৫ রান করেন অধিনায়ক শাই হোপ। এছাড়া ৩৩ বলে ৫টি চার আর ৩টি ছক্কার সাহায্যে দ্বিতীয় সর্বোচ্চ ৫২ রান করেন ওপেনার আলিক অ্যাথানেজ।

বাংলাদেশ দলের হয়ে ৪ ওভারে ২১ রানে ৩ উইকেট নেন মোস্তাফিজুর রহমান। ২০ রানে ২ উইকেট নেন রিশাদ হোসেন। আর ৩৫ রানে ২ উইকেট নেন নাসুম আহমেদ।

বুধবার টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ১ রানেই তাসকিনের শিকারে পরিনত হন ওপেনার ব্রেন্ডন কিং।

এরপর দলের হাল ধরেন অধিনায়ক শাই হোপ। তিনি আরেক ওপেনার আলিক অ্যাথেঞ্জকে সঙ্গে নিয়ে রীতিমতো তাণ্ডব চালান। দ্বিতীয় উইকেট জুটিতে তাড়া ৫৯ বলে ১০৫ রানের পার্টনারশিপ গড়েন। তাদের ব্যাটিং তাণ্ডব দেখে মনে হয়েছিল দুইশ ছাড়িয়ে যাবে ক্যারিবীয়রা।

১২তম ওভারে গিয়ে উইন্ডিজের লাগাম টেনে ধরেন বাংলাদেশ দলের বোলাররা।

১১.২ ওভারে দলীয় ১০৬ রানে আউট হন ওপেনার অ্যালিক অ্যাথানেজ। তিনি ৩৩ বলে ৫টি চার আর ৩টি ছক্কার সাহায্যে ৫২ রান করে নাসুম আহমেদের শিকার হন।

চার নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমেই আউট হন শেরেফান রাদারফোর্ড। তিনি নাসুম আহমেদের বলে বোল্ড ডাক মারেন। তাকে আউট করার মধ্য দিয় পরপর দুই বলে ২ উইকেট নেন নাসুম।

ব্যাটিং তাণ্ডব চালিয়ে যাওয়া ক্যারিবীয় অধিনায়ক শাই হোপকে ফেরান মোস্তাফিজুর রহমান।

১২০ বলে ১৫০ রানের টার্গেট তাড়া করতে নেমে ব্যাটিং ব্যর্থতার কারণে ১৪ রানে হেরে যায় বাংলাদেশ। দলের হয়ে টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৪১তম ম্যাচে নবম ফিফটি হাঁকান তানজিদ। তিনি ৪৮ বলে তিন চার আর তিন ছক্কায় ৬১ রান করে ফেরেন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top