টাইমের ‘পারসন অব দ্য ইয়ার’ ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইম দ্বিতীয়বারের মতো ডোনাল্ড ট্রাম্পকে ‘পারসন অব দ্য ইয়ার’ (বর্ষসেরা ব্যক্তিত্ব) ঘোষণা করেছে। এর আগে ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনে জেতার পর তিনি এই সম্মান পেয়েছিলেন।

নির্বাচিত রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে (এনওয়াইএসই) উদ্বোধনী ঘণ্টা বাজিয়ে টাইম ম্যাগাজিনের এই সম্মান উদযাপন করবেন। এ সময় তার সঙ্গে উপস্থিত থাকবেন পরিবারের কয়েকজন সদস্য।

টাইম ম্যাগাজিনের এই ঐতিহ্য ১৯২৭ সালে ম্যান অব দ্য ইয়ার নামে শুরু হয়। এটি এমন ব্যক্তিকে স্বীকৃতি দেয়, যিনি ভালো বা মন্দ— যেকোনোভাবে—বছরের নানা ঘটনায় সবচেয়ে বেশি প্রভাব ফেলেন।

আগের বিজয়ীদের মধ্যে রয়েছেন জলবায়ু পরিবর্তনকর্মী গ্রেটা থুনবার্গ, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, মেটার সিইও মার্ক জাকারবার্গ, পোপ ফ্রান্সিস ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

টাইম ম্যাগাজিনের সম্পাদকেরাই চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেন কে এই সম্মান পাবেন। টাইম ম্যাগাজিনের সম্পাদক-ইন-চিফ স্যাম জ্যাকবস বলেন, ঐতিহাসিক প্রত্যাবর্তন, এক প্রজন্মে একবার দেখা যায় এমন রাজনৈতিক পরিবর্তন আনা এবং আমেরিকার প্রেসিডেন্সি ও বিশ্বের মধ্যে এর ভূমিকা নতুন করে সংজ্ঞায়িত করার জন্য ডোনাল্ড ট্রাম্পকে ২০২৪ সালের টাইমের ‘পারসন অব দ্য ইয়ার’ নির্বাচিত করা হলো।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top