পড়া হয়েছে: 279
			
চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের খুলশী থানা এলাকার টাইগারপাস মোড়ে গাড়ির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম তোফায়েল বাপ্পী। তিনি চান্দগাঁও এলাকার বাসিন্দা।
মঙ্গলবার (১৫ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে নগরীর টাইগারপাস মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, দুর্ঘটনায় আহত এক যুবককে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের লাশ চমেক মর্গে রাখা হয়েছে বলেও তিনি জানান।
চাটগাঁ নিউজ/এমকেএন

 
															
 
								




