টাইগারপাসে বিএনপির দুই গ্রুপে মারামারি, আহত ৪

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরের টাইগারপাস এলাকায় স্থানীয় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চার জন আহত হয়েছেন।

আজ শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। আহতদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে বলে জানা গেছে।

আহতরা হলেন- টাইগারপাস পলোগ্রাউন্ড কলোনি এলাকার বিপ্লব (৩১), নূর নবী (২৬), খয়বার আলী (২৮) ও পলোগ্রাউন্ড মেস কোয়ার্টার এলাকার মো. সাইফুল (৩০)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যায় টাইগারপাস মোড়ে স্থানীয় বিএনপি নেতা মো. বাবুর অনুসারীদের সাথে চাঁদার বিষয় নিয়ে টাইগারপাস পলোগ্রাউন্ড কলোনি এলাকার মো. বিপ্লব ও নূর নবীসহ কয়েকজন বিএনপি সমর্থকের বাকবিতন্ডা শুরু হয়। একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়ায়। এসময় মো. বাবুর অনুসারীরা অপর পক্ষের কয়েকজনকে পিটিয়ে জখম করে।

এ বিষয়ে আহতদেরকে চমেক হাসপাতালে আনায়নকারী মো. রফিক মিয়া জানান, কোতোয়ালি থানাধীন টাইগারপাস পুলিশ ফাঁড়ির সামনে বিএনপির নেতারা আহতদের কাছে চাঁদা দাবি করলে তারা দিতে অস্বীকার করেন। এসময় বিএনপির নেতারা কয়েকজনকে পিটিয়ে জখম করে। আমি ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাদেরকে চমেক হাসপাতালে নিয়ে আসি। এ ঘটনায় আহতদের স্বজনরা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।

চাটগাঁ নিউজ/ইউডি/এসএ

Scroll to Top