টাইগারপাসে নালায় ভেসে এলো অচেনা ব্যক্তির মরদেহ

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর টাইগারপাস মোড়ের সিএনজি স্টেশনসংলগ্ন নালায় ভেসে উঠেছে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ। যার বয়স আনুমানিক ৪০ বছর।

আজ শুক্রবার (১৮ জুলাই) দুপুরে স্থানীয়রা নালায় মরদেহটি পড়ে থাকতে দেখে খুলশী থানায় খবর দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে পরিচয় সনাক্তের চেষ্টা করছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মরদেহটি নালার পানিতে উপুড় হয়ে ছিল। তার পরনে ছিল গেঞ্জি ও লুঙ্গি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হয়তো হৃদরোগে আক্রান্ত হয়ে অথবা মাদকজনিত কারণে তার মৃত্যু হয়েছে এবং অসাবধানতাবশত তিনি নালায় পড়ে যান। এছাড়া পানির স্রোতের টানে মরদেহটি টাইগার এসে আটকে যেতে পারে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব হোসেন বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় সনাক্তে চেষ্টা চলছে এবং ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হবে।

ঘটনার বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top