টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক: ওয়ানডে সিরিজ জয়ের সুখস্মৃতি নিয়ে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টিতে খেলতে নামছে বাংলাদেশ। সেই লক্ষ্যে চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টিতে টস হেরে ফিল্ডিং পেয়েছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিং নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাই হোপ।

একাদশে আজ ৪ পরিবর্তন এনেছে বাংলাদেশ।

একটা পরিবর্তন অবশ্য নিশ্চিতই ছিল। অধিনায়ক লিটনের ফেরা। তাকে জায়গা দিতে সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে খেলা মোহাম্মদ সাইফউদ্দিন এই সিরিজেই জায়গা পাননি। বাকি তিন পরিবর্তন হচ্ছে— পারভেজ হোসেন ইমন, জাকের আলি অনিক ও শরীফুল ইসলাম বদলের একাদশে সুযোগ পেয়েছেন তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

এর আগে ঘরের মাঠ মিরপুরে তিন ম্যাচের সিরিজে ক্যারিবিয়ানদের ২-১ ব্যবধানে হারায় বাংলাদেশ।

বাংলাদেশের একাদশ—

লিটন দাস, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিদ হাসান সাকিব, নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজের একাদশ—

ব্র্যান্ডন কিং, অ্যালিক অ্যাথানাজে, শাই হোপ (অধিনায়ক), রোস্টন চেস, শেরফান রাদারফোর্ড, রোভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড, আকিল হোসেন, খারি পিয়েরে ও জেইডন সিলস।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top