টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে জাকের

চাটগাঁ নিউজ ডেস্ক: বিপিএলের আমেজ শেষ হতে না হতেই মাঠে নামছে বাংলাদেশ। টি-টোয়েন্টি দিয়ে শুরু হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠের এই সিরিজ। প্রথম ম্যাচে টস জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। এই ম্যাচের একাদশে জায়গা পেয়েছেন জাকের আলি অনিক। এই উইকেটকিপার ব্যাটার সদ্য সমাপ্ত বিপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে জাতীয় দলে ফিরলেন তিনি।

লঙ্কানদের বিপক্ষে ঘরের মাঠের এই সিরিজে খেলছেন সাকিব আল হাসান, তামিম ইকবালের মতো অভিজ্ঞরা। তাদের অনুপস্থিতিতে তরুণদের প্রমাণের সুযোগ থাকছে। তাছাড়া এই সিরিজ দিয়ে পূর্ণ মেয়াদে অধিনায়কত্ব শুরু করতে যাচ্ছেন নাজমুল হোসেন শান্ত।

বাংলাদেশ একাদশ- লিটন দাস (উইকেটরক্ষক), সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ- আভিষ্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালঙ্কা (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাকা, মাহিশ থিকশানা, আকিলা ধানাঞ্জয়া, বিনুরা ফার্নান্দো ও মাথিশা পাথিরানা।

চাটগাঁ নিউজ/এমআর

Scroll to Top