টসের পর হাত মেলালেন না দুই দলের ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক: আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সিদ্ধান্তের পর ভারত ও বাংলাদেশের রাজনৈতিক সম্পর্কে টানাপোড়েন নতুন করে আলোচনায় এসেছে।

সেই উত্তাপের মধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার অবস্থানে অনড় বাংলাদেশ। এমন পরিস্থিতিতে বুলাওয়েতে মুখোমুখি হয়েছে দুই দেশের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।

শনিবার (১৭ জানুয়ারি) বাংলাদেশ সময় বেলা দেড়টায় শুরু হওয়া বিশ্বকাপ ম্যাচটি মাঠে গড়ানোর আগেই বিতর্কের জন্ম দেয়। টসের সময় ২২ গজে উপস্থিত দুই দলের ক্রিকেটারদের মধ্যে দেখা যায় সৌজন্যতার অভাব—একে অপরের সঙ্গে করমর্দন করেননি তারা।

বাংলাদেশের অধিনায়ক আজিজুল হাকিম তামিম প্রস্তুত না থাকায় টস করতে যান সহঅধিনায়ক জাওয়াদ আবরার। ভারতের অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আয়ুশ মাত্রের হাতে থাকা কয়েন ম্যাচ রেফারি ডিন কস্কারের নির্দেশে ছোড়া হয়। আবরার টেল ডাকেন এবং বাংলাদেশ টস জিতে নেয়। তবে টস শেষ হতেই আয়ুশ আবরারকে এড়িয়ে সরে যান; করমর্দনের কোনো উদ্যোগ দেখা যায়নি। আবরারও হাত বাড়াননি।

এর আগে ভারত-পাকিস্তান ক্রিকেটে এমন দৃশ্য নিয়মিত দেখা গেছে। গত বছরের এশিয়া কাপে ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানের সঙ্গে ম্যাচ-পূর্ব ও ম্যাচ-পরবর্তী সৌজন্যতা এড়িয়ে চলেন। সেই ধারা পরে বয়সভিত্তিক ও নারী ক্রিকেটেও লক্ষ্য করা যায়। এবার সেই তালিকায় যুক্ত হলো বাংলাদেশও।

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রতিবাদে পাকিস্তান ক্রিকেটারদের সঙ্গে সৌজন্যতা এড়িয়ে চলার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয়রা। এমনকি এশিয়ার শিরোপা জয়ের পর পিসিবি চেয়ারম্যানের হাত থেকেও ট্রফি নেননি তারা। সাম্প্রতিক সময়ে বিসিসিআইয়ের নির্দেশে আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়ার পর দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কে আরও শীতলতা এসেছে।

এই প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার টি-টোয়েন্টি বিশ্বকাপে দলকে ভারতে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। পরিস্থিতি সামাল দিতে আইসিসি ও বিসিবির মধ্যে যোগাযোগ চলমান রয়েছে। বাংলাদেশের দাবি—ভারতের বাইরে তাদের ম্যাচ আয়োজন করা হোক। এ বিষয়ে আলোচনার জন্য শনিবার আইসিসির প্রতিনিধি ঢাকায় আসার কথা রয়েছে। বৈঠকের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে দেশের ক্রিকেটপ্রেমীরা। তবে তার আগেই মাঠে সৌজন্যতা এড়িয়ে যাওয়ার ঘটনায় স্পষ্ট হলো—দুই দেশের টানাপোড়েন এখন ২২ গজেও ছড়িয়ে পড়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top