ঝটিকা মিছিল নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ছাত্রলীগের পুষ্পস্তবক

চাটগাঁ নিউজ ডেস্ক:  নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে ঝটিকা মিছিল ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছে নেতাকর্মীরা। শনিবার (৪ জানুয়ারি) সকাল ৭টার দিকে নিরালা মোড় এলাকা থেকে ঝটিকা মিছিলটি বের করা হয়।

টাঙ্গাইল শহর ছাত্রলীগের সভাপতি মীর ওয়াছেদুল হক তানজীলের নেতৃত্বে ১৫-২০ জন এই মিছিলে অংশ নেন। তারা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গিয়ে গত আগস্টে বঙ্গবন্ধুর ভেঙে ফেলা প্রতিকৃতির ওপর বঙ্গবন্ধুর একটি ছবি টাঙিয়ে তাতে পুষ্পস্তবক অর্পণ করে। পরে তারা স্লোগান দিয়ে ওই এলাকা ত্যাগ করে।

তবে টাঙ্গাইলের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানান, মিছিলে নেতৃত্ব দেওয়া মীর ওয়াছেদুল হকসহ অনেকেই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের টাঙ্গাইল শহর শাখার নেতাকর্মী। তাদের অনেকের বিরুদ্ধে গত আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে মামলা রয়েছে। ৫ আগস্টে সরকার পতনের পর থেকে তারা আত্মগোপনে রয়েছে।

টাঙ্গাইল সদর থানার ওসি তানবীর আহম্মদ জানান, আওয়ামী লীগ অফিসের সামনে পুষ্পস্তবক অর্পণের কোনো আলামত পাওয়া যায়নি। ছাত্রলীগ আগের ছবি দিয়ে প্রোপাগান্ডা চালাচ্ছে।

চাটগাঁ নিউজ/ইউডি

Scroll to Top