বিনোদন ডেস্ক: গত ঈদে মুক্তি পেয়েছিল ‘জ্বীন-২’। এবার প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া আনছেন তাদের তৃতীয় কিস্তি। যার নাম ‘জ্বীন ৩’।
এবার রোজার ঈদে এটি মুক্তি পাচ্ছে বলে জানিয়েছেন প্রযোজনা প্রতিষ্ঠানটি। তারাই নিশ্চিত করেছেন এতে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া ও আবদুন নুন সজল। সিনেমাটি পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান।
সুমন নামের একটি ছেলেকে নিয়ে এর গল্প। জাজের কর্ণধার আব্দুল আজিজ বলেন, ‘এবারও বাস্তব গল্প নিয়ে সিনেমা নির্মাণ করেছি। এটার জন্য কোরআন শরীফের জিন নিয়ে যত আয়াত আছে সব পড়েছি। গতবার একটি মেয়েকে (মোনা) নিয়ে সিনেমাটি তৈরি হয়েছিল। এবার একটি ছোট ছেলেকে দেখা যাবে।’
তিনি জানান, সিনেমার নায়িকা নুসরাত ফারিয়ার দাদিও জিন পালন করতেন। তেমনই এক বাস্তব গল্প থাকছে নতুন সিনেমায়।
পরিচালক কামরুজ্জামান রোমান জানান, এখন সিনেমাটির ডাবিং চলছে। সার্টিফিকেট পেলেই সিনেমাটি মুক্তির জন্য পুরোপুরি প্রস্তত হয়ে যাবে।
চাটগাঁ নিউজ/এমকেএন