চাটগাঁ নিউজ ডেস্ক: বর্তমানে দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। পাশাপাশি জ্বালানি তেলের দাম বাড়ছে না বলেও জানানো হয়েছে।
রোববার (২৯ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন বিপিসির পরিচালক (বিপণন) যুগ্ম সচিব ড. এ কে এম আজাদুর রহমান।
তিনি বলেন, অনেকে মনে করেছিল তেলের দাম বাড়বে। এজন্য কিছু অসাধু ব্যবসায়ী তেল স্টক করে রেখেছিলেন। কিন্তু বিকেলে জ্বালানি তেলের নতুন মূল্য ঘোষণায় দাম বাড়ানো হয়নি। এখন জ্বালানি তেলের কোনো সংকট নেই, সরবরাহ স্বাভাবিক রয়েছে।
এদিকে জুলাই মাসের জন্য জ্বালানি তেলের মূল্য অপরিবর্তিত রেখে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আজ রোববার (২৯ জুন) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।
সরকারের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জুলাই মাসের জন্য ডিজেলের দাম প্রতি লিটার ১০২, কেরোসিন ১১৪, পেট্রল ১১৮ এবং অকটেন ১২২ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। এই দাম ১ জুলাই থেকে কার্যকর হবে।
বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে গত বছরের মার্চ থেকে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি চালু করেছে সরকার। এই নিয়ম অনুযায়ী প্রতি মাসেই নতুন মূল্য ঘোষণা করা হচ্ছে। একইভাবে, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) প্রতি মাসে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর মূল্যও নির্ধারণ করছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, দেশে বছরে জ্বালানি তেলের মোট চাহিদা প্রায় ৭৫ লাখ টন। এর মধ্যে প্রায় ৭৫ শতাংশই ডিজেলের ওপর নির্ভরশীল। বাকি ২৫ শতাংশ চাহিদা পূরণ হয় পেট্রল, অকটেন, কেরোসিন, জেট ফুয়েল, ফার্নেস অয়েলসহ অন্যান্য জ্বালানি তেলের মাধ্যমে। ডিজেল মূলত কৃষি সেচ, পরিবহন খাত এবং জেনারেটর চালনায় ব্যবহৃত হয়ে থাকে।
চাটগাঁ নিউজ/জেএইচ