মিরসরাই প্রতিনিধি: “শিক্ষক মৃত্যুঞ্জয়” এই প্রতিপাদ্যে উত্তর চট্টলার হাটহাজারী থানাধীন কাটিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহ প্রধান শিক্ষক প্রয়াত শিক্ষাগুরু মিহির কান্তি শীল স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
২১ ফেব্রুয়ারি (শুক্রবার) নগরীর স্টেশন রোডস্থ হোটেল সৈকতের পার্কি কনভেনশন হলে বর্ণাঢ্য নান্দনিকতায় এটি অনুষ্ঠিত হয়।
প্রথম পর্বের অনুষ্ঠান স্মরণ সভায় সভাপতিত্ব করেন এসএসসি ১৯৭১ ব্যাচের শিক্ষার্থী প্রফেসর ডা. মো. জাহিদ হোসেন শরীফ, দ্বিতীয় পর্বে স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রয়াত মিহির কান্তি শীল এর সহপাঠী ইন্দু নন্দন দত্ত মহোদয় এবং তৃতীয় পর্বে ছিল কাটিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষকদের ‘মিহির কান্তি শীল স্মৃতিপদক’ বিতরণ।
অনুষ্ঠানে এককালের স্বগৌরবে গৌরবান্বিত বিদ্যাপীট কাটির হাট উচ্চ বিদ্যালয়ের মিহির কান্তি শীলের শিক্ষার আলোয় আলোকিত একঝাঁক নক্ষত্র ছাত্র -ছাত্রী ( ডাক্তার, প্রকৌশলী, অধ্যক্ষ ও নানান পেশায় সমুজ্জ্বল) উপস্থিত ছিলেন।
অধ্যাপক পঙ্কজ দেব অপু ও এড. বদিউল আলম স্বপনের যৌথ চঞ্চালনায় বক্তব্য রাখেন ডা. কিউ এম অহিদুল আলম, ডা. প্রীতি বড়ুয়া, এম এ কাদের আলম, স্থপতি সঞ্জিব বড়ুয়া, ডা. বাবুল ওসমান চৌধুরী, ডা. মাহবুব উল আলম চৌধুরী, ডা. মোহাম্মদ মাসুদ করিম, মো. আব্দুস সাকুর, বাবুল নাথ, এবং শিমুল মহাজন প্রমুখ।
গ্রন্থালোচনায় স্বাগত বক্তব্য রাখেন মিহির কান্তি শীলের কনিষ্ঠ পুত্র অজয় শীল, মূখ্যবক্তা ছিলেন ড. শামসুদ্দিন শিশির, অন্যান্যদের মধ্যে ছিলেন মোসাহেব উদ্দিন বখতিয়ার, বদরুন্নেসা সাজু, ড. অঞ্জন কুমার চৌধুরী, অধ্যক্ষ মনোজ দেব, অধ্যক্ষ কল্যাণ নাথ, শিমুল মহাজন, মীর আবুল কালাম, সৈয়দ মমতাজুল ইসলাম, ড রনজিত কুমার নাথ, সৈয়দ ফখরুল আবেদিন এবং মুর্শিদ উল আলম প্রমুখ।
৩য় পর্বে মিহির কান্তি শীলের প্রাক্তন সহকর্মী মোহাম্মদ আবুল ফরাহ, মোহাম্মদ আব্দুল জলিল, গোলাম কাদের কুতুবী, জীবন কৃষ্ণ মুখার্জী, এস এম নুরুল আলম, মোঃ আবুল হাসেম, আ ফ ম মোস্তাফা, অধ্যক্ষ মোঃ সরাফত হোসেন, মোঃ এমরান হোসেন, এ কে এম মঈন উদ্দীন এবং কৃষানু শর্মাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
চাটগাঁ নিউজ/বাবলু/জেএইচ