পড়া হয়েছে: ৩৮
সিপ্লাস ডেস্ক: দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে একটি পাঁচতলা ভবনে অগ্নিকাণ্ডে অন্তত ৭৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে ৫২ জন।
আজ বৃহস্পতিবার জোহানেসবার্গ কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।
শহরের কেন্দ্রস্থলে পাঁচতলা ভবনে এই অগ্নিকাণ্ড ঘটে। তবে আগুন লাগার কারণ প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
দেশটির জরুরি পরিষেবার মুখপাত্র রবার্ট মুলাউদজি বিবিসিকে বলেন, দমকলকর্মীরা কিছু বাসিন্দাকে ভবন থেকে বের করে আনতে পেরেছেন। আগুনে ভবনটি পুড়ে গেছে। আহতদের খোঁজে তল্লাশি অব্যাহত রয়েছে।
এক্সে (সাবেক টুইটার) পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, ভবনের বাইরে ফায়ার ট্রাক ও অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে। ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দুর্ঘটনাকবলিত ভবনের কাছে লাশের সারি দেখা গেছে।