জোড়া রেকর্ডের হাতছানি আর্জেন্টিনার

স্পোর্টস ডেস্ক : ২০২১ থেকে ২০২৪- তিন বছরে অপ্রতিরোধ্য এক দল হয়ে উঠেছে আর্জেন্টিনা। কোপা আমেরিকা, বিশ্বকাপ জিতে আবারও লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের মঞ্চে আলবিসেলেস্তেরা। আবারও শিরোপা জয়ের হাতছানি লিওনেল স্কালোনির দলের সামনে। বিধ্বংসী আর্জেন্টিনা কাল কলম্বিয়াকে হারাতে পারলে ‘ব্যাক টু ব্যাক’ চ্যাম্পিয়ন হয়ে গড়বে জোড়া রেকর্ড।

২৮ বছর ধরে আন্তর্জাতিক শিরোপার খরায় ভুগছিল আর্জেন্টিনা। ২০২১ কোপা আমেরিকা জিতে অপেক্ষার অবসান হয় আলবিসেলেস্তেদের। শুধু তাই নয়, এরপর ২০২২ বিশ্বকাপও জিতে নেয় আকাশি-সাদারা। দুর্দান্ত গতিতে আর্জেন্টিনা পৌঁছেছে ২০২৪ কোপা আমেরিকার ফাইনালে। কাল ভোরে শিরোপার লড়াইয়ে লিওনেল স্কালোনির দলের প্রতিপক্ষ কলম্বিয়া। ম্যাচটি জিতলে কোপা আমেরিকার সর্বোচ্চ শিরোপার মালিক হবে আর্জেন্টিনা। সমান ১৫টি শিরোপা জিতে আর্জেন্টিনার সঙ্গে বর্তমানে যৌথভাবে শীর্ষে রয়েছে উরুগুয়ে। কলম্বিয়াকে হারাতে পারলে এককভাবে সিংহাসনে আরোহণ করবে লিওনেল মেসি-আনহেল ডি মারিয়ারা।

টানা তিন আন্তর্জাতিক শিরোপা জেতার রেকর্ড নেই দক্ষিণ আমেরিকার কোনো দেশের। একটানা দুইবার মহাদেশীয় শিরোপা এবং এক বিশ্বকাপ জেতার কীর্তি দেখাতে পারেনি দক্ষিণ আমেরিকার কোনো দল। ইউরোপের একমাত্র দেশ হিসেবে এই কৃতিত্ব আছে শুধু স্পেনের। ২০০৮ সালের ইউরো, ২০১০ বিশ্বকাপ এবং ২০১২ সালের ইউরো জিতে রেকর্ডটি গড়েছিল স্প্যানিয়ার্ডরা। এবার স্পেনের সেই রেকর্ডে ভাগ বসানোর অপেক্ষায় আর্জেন্টিনা।

চাটগাঁ নিউজ/এআইকে

Scroll to Top