নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বাকলিয়া এক্সেস রোডে চাঞ্চল্যকর ডাবল মার্ডার মামলায় কারাবন্দী ছোট সাজ্জাদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
আজ রবিবার (১৩ এপ্রিল) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দ্বিতীয় মো ইব্রাহিম খলিলের আদালত এ আদেশ দেন।
ডাবল মার্ডার মামলায় কারাবন্দী ছোট সাজ্জাদকে আদালতে তোলা হলে পুলিশের পক্ষ থেকে দশ দিনের রিমান্ড আবেদন করা হয়। আবেদনের প্রেক্ষিতে পুলিশ সাত দিনের রিমান্ড পেয়েছে।
এ ব্যাপারে চট্টগ্রাম মহানগর আদালত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মফিজুল হক ভুঁইয়া বলেন, পুলিশের আবেদনের প্রেক্ষিতে আদালত আসামি ছোট সাজ্জাদ ওরফে বুড়ির নাতি সাজ্জাদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে।
বাককিয়া এক্সেস রোডে প্রাইভেট কার ধাওয়া করে এলোপাতাড়ি গুলি করে দুই জনকে হত্যাার ঘটনায় সন্ত্রাসী ছোট সাজ্জাদকে আসামি করা হয়েছিল। এতে তার স্ত্রী শারমিন আকতার তামান্নাকেও আসামি করা হয়।
চাটগাঁ নিউজ/ইউডি/এমকেএন