জেলের মাছ ধরার জালে উঠে এল মর্টারশেল!

চাটগাঁ নিউজ ডেস্ক : খালে মাছ ধরতে গিয়ে জেলের ঝাঁকিজালে উঠে এসেছে মর্টারশেল। কিন্তু লোহার দণ্ড ভেবে বিক্রির উদ্দেশ্যে সেই মর্টারশেল নিয়ে যাচ্ছিলেন ভাঙারির দোকানে। এসময় স্থানীয় বাসিন্দারা মর্টারশেল চিনতে পেরে খবর দেন থানায়। পরে মর্টারশেলটি উদ্ধার করে পুলিশ।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহার ব্লকপাড় এলাকায় এ ঘটনা ঘটেছে।

মর্টারশেল পাওয়া জেলের নাম নাম মাহবুব আলম। তিনি স্থানীয় বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, মর্টারশেলটি দেখতে স্থানীয় বাসিন্দারা ভিড় করেছেন। তাই পুলিশ এটিকে ঘিরে রেখে নিষ্ক্রিয় করার উদ্দেশ্যে বিশেষজ্ঞ দলকে খবর দিয়েছে। খবর পেয়ে সেনাবাহিনীর একটি টহল দলও ঘটনাস্থল পরিদর্শন করেছে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, উদ্ধার হওয়া মর্টারশেলটির আকার ১২০ মিলিমিটারের মতো। এটি পরীক্ষা-নিরীক্ষার জন্য বিশেষজ্ঞ দলকে জানানো হয়েছে। আপাতত আমরা এটি ঘিরে রেখেছি। আগামীকাল বুধবার এটি পরীক্ষার পর প্রকৃত অবস্থা বোঝা যাবে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top