চাটগাঁ নিউজ ডেস্ক: জুলাই স্পিরিট হবে সাংস্কৃতিক বিপ্লবের প্রধান হাতিয়ার উল্লেখ করে চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন— ফ্যাসিস্ট ও খুনি হাসিনার পলায়নের পর হাসিনা সৃষ্ট ফ্যাসিবাদের দালালি সাংস্কৃতিক শেকড় উপড়ে ফেলে বাংলাদেশি সংস্কৃতির নব-অভ্যুদ্বয়ের আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে হবে। কারণ জুলাইয়ের স্পিরিট হবে সাংস্কৃতিক বিপ্লবের প্রধান হাতিয়ার। এজন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দেশের আগামী প্রজন্মকে সংস্কৃতি মনস্ক করে গড়ে তুলতে হবে।
শনিবার (২৩ আগস্ট) বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবের আয়োজনে জুলাই বিপ্লব স্মৃতি হলে অনুষ্ঠিত ‘শিশু-কিশোরদের চোখে জুলাই ২৪’ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে চট্টগ্রাম প্রেসক্লাবের সাংস্কৃতিক আয়োজনের প্রশংসা করে মেয়র শাহাদাত হোসেন আরো বলেন, জুলাই বিপ্লব আমাদের গণতান্ত্রিক চেতনা, মানবিক মূল্যবোধ এবং নাগরিক দায়িত্ববোধের এক গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা। আজকের প্রজন্মকে এই চেতনায় গড়ে তুলতে হবে, যাতে তারা একটি উন্নত ও মানবিক রাষ্ট্র নির্মাণে অগ্রণী ভূমিকা রাখতে পারে।
চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচির সভাপতিত্বে সাংবাদিক সরোজ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন দ্য ডেইলি পিপলস ভিউ সম্পাদক ওসমান গণি মনসুর, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (সিএমইউজে) সাধারণ সম্পাদক সালেহ নোমান, প্রেসক্লাবের সদস্য শাহনেওয়াজ রিটন ও ওয়াহিদ জামান প্রমুখ।
এসময় জুলাই বিপ্লবে অবদানের জন্য চট্টগ্রাম প্রেসক্লাবের পক্ষ থেকে চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এর আগে বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সংগ্রামী ও দেশাত্মবোধক গান, নৃত্য এবং আবৃত্তি পরিবেশন করেন নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশত শিক্ষার্থী।
সবশেষে মেয়র শাহাদাত হোসেন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে প্রেসক্লাবের পক্ষ থেকে সনদ ও উপহার সামগ্রী তুলে দেন।
চাটগাঁ নিউজ/জেএইচ