চাটগাঁ নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নতুন দেশ গঠনের জন্য জুলাই গণঅভ্যুত্থানের ঘোষনাপত্র, মৌলিক সংস্কার, জুলাই গণহত্যার বিচার এবং নতুন সংবিধানের জন্য আমরা লড়াই করছি। অবশ্যই জুলাই-আগস্টের মধ্যে ‘জুলাই ঘোষণাপত্র’ দিতে হবে।
শুক্রবার (৪ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও শহরের পুরাতন বাসস্ট্যান্ড গোলচত্বরে পদযাত্রায় আয়োজিত পথ সভায় এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, ‘ঠাকুরগাঁও একটি সীমান্তবর্তী জেলা। এখানকার মানুষ দীর্ঘদিন ধরে সীমান্ত হত্যা ও বৈষম্যের শিকার। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী নির্বিচারে গুলি করে আমাদের নাগরিকদের হত্যা করছে, যা সরাসরি মানবাধিকার লঙ্ঘনের শামিল। এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়—আমরা চাই ইনসাফ ও মর্যাদার বাংলাদেশ।’
তিনি আরও বলেন, ‘জাতীয় নাগরিক পার্টি একটি বিকল্প শক্তি হিসেবে বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ, কৃষক-শ্রমিকের অধিকার ভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করছে। দেশের প্রতিটি জেলায় আমাদের কার্যক্রম চলবে।’
নাহিদ বলেন, ‘জুলাই ঘোষণাপত্র’ শুধু রাজনৈতিক দল নয়, বরং এটি হবে নতুন সংবিধান ভিত্তিক জাতির ভবিষ্যৎ রূপরেখা। এর সঙ্গে যুক্ত থাকবে মৌলিক সংস্কার ও নির্যাতনের শিকার নাগরিকদের বিচার। অবৈধ পুশ-ইন বন্ধ, কৃষকদের ন্যায্য সম্মান ও সমঅধিকার প্রতিষ্ঠাই আমাদের অন্যতম লক্ষ্য।’
এ সময় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় নেতা আখতার হোসেন, সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, নাসিরুদ্দিন পাটোয়ারী, আব্দুল হান্নান মাসুদ, ডা. তাসনিম জারা, শামান্তা সারমিন প্রমুখ।
চাটগাঁ নিউজ/জেএইচ