‘জীবনকে প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখ’

রাঙামাটি জেলা প্রশাসক

কাপ্তাই প্রতিনিধি: রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, প্রিয় শিক্ষার্থী তোমরা ইতিবাচক স্বপ্ন দেখ, যেই স্বপ্ন হবে জীবনকে প্রতিষ্ঠা করার। মনে রাখবে স্কুল জীবন হতে স্বপ্ন দেখলে সেই স্বপ্ন কখনও বিফল হবে না।

সোমবার (২৯ জানুয়ারি) বেলা ১২ টায় কাপ্তাই বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট প্রাবন্ধিক আমিনুর রশীদ কাদেরির সভাপতিত্বে বিদ্যালয়ের প্রাক্তন সিনিয়র সহকারী শিক্ষক রাজেশ ভট্টাচার্য এর সঞ্চালনায় এসময়  বিশেষ অতিথির বক্তব্য  রাখেন  কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান  মোঃ মফিজুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ  ফারহানা পৃথা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, সহকারী তথ্য অফিসার  মোঃ দেলোয়ার হোসেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য ও ওয়াগ্গা টি এস্টেট এর পরিচালক খোরশেদুল আলম কাদেরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া।

অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

 

চাটগাঁ নিউজ/এমএসআই

Scroll to Top