জিলাপির সিরায় ভাসছিল মশা-মাছি, জরিমানা গুনল ক্যান্ডি

চাটগাঁ নিউজ ডেস্ক : নগরের আন্দরকিল্লায় খাবারের দোকানে রাখা জিলাপির সিরায় ভাসছিল মাছি ও মশা। ক্যান্ডি নামের ওই খাবারের দোকানকে এমন অস্বাস্থ্যকর খাবার বিক্রির অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত ১০ হাজার টাকা জরিমানা করেছেন। একইসঙ্গে বিভিন্ন অনিয়মের দায়ে আরও দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (৭ ডিসেম্বর) নগরের জামাল খান ও আন্দরকিল্লা এলাকায় চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।

অভিযানে দেখা যায়, জামাল খান রোডের রহমানিয়া কুলিং কর্নার অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি এবং নোংরা ফ্রিজে ঝাল খাবার সংরক্ষণ করছে। এ কারণে প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া আন্দরকিল্লায় ক্যান্ডি নামের একটি খাবারের দোকানে জিলাপির খোলা সিরায় মশা, মাছি ও ধুলাবালি পড়ে দূষিত হওয়ার পাশাপাশি ফুটপাত অবৈধভাবে দখলের প্রমাণ পাওয়া যায়। এসব অভিযোগে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

সেই সঙ্গে জামাল খান এলাকার মনিষা ফার্মেসিতে মেয়াদহীন তরল ওষুধ বিক্রির জন্য রাখা এবং হালনাগাদ লাইসেন্স না থাকায় জরিমানা করা হয় ৫ হাজার টাকা।

চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা জানান, জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top