পড়া হয়েছে: ১৬
চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম নগরের পাহাড়তলী বাজারের মাশফি ঝাল বিতানের জিলাপিতে অননুমোদিত ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করায় ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (১৬ মার্চ) অধিদপ্তরের উপ-পরিচালক ফয়েজ উল্যাহ নেতৃত্বে নিয়মিত তদারকি কার্যক্রম পরিচালনার সময় এ জরিমানা করা হয়।
একই অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করায় চামেলি ফার্মেসিকে ৩ হাজার ও সাওদা হাকিম ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জরিমানার পাশাপাশি বাজারের দোকানিদের ভোক্তা অধিকারবিরোধী সব কার্যক্রম থেকে বিরত থাকার বিষয়ে সচেতন করা হয়। জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ফয়েজ উল্যাহ।
চাটগাঁ নিউজ/এসএ