জিপিএইচ ইস্পাতে লিফটের তার ছিঁড়ে দুই শ্রমিকের মৃত্যু

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডের রড তৈরি কারখানা জিপিএইচ ইস্পাতে কাজ করার সময় দুর্ঘটনায় মো. রিফাত (২৫) ও মো. মোস্তফা (২৪) নামে দুই শ্রমিক নিহত হয়েছেন।

রোববার (১৩ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার কুমিরা ইউনিয়নের সুলতানা মন্দির এলাকায় অবস্থিত জিপিএইচ ইস্পাত কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোস্তফা বাঁশবাড়িয়া সুলতানা মন্দির এলাকার রোকনুজ্জামানের ছেলে এবং নিহত রিফাত মিরসরাই উপজেলার করুয়া এলাকার শামসুল হকের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে কারখানায় কাজ করার সময় লিফটের তার ছিঁড়ে উপর থেকে নিচে পড়ে দুইজন গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে দুপুরে তাদের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, জিপিএইচ ইস্পাত কারখানায় কাজ করার সময় লিফট ছিঁড়ে নিচে পড়ে শ্রমিক মোস্তফা ও রিফাত গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক শ্রমিক মোস্তফা ও রিফাতকে মৃত ঘোষণা করেন।

তবে এ বিষয়ে জিপিএইচ ইস্পাতের এডভাইজার ওসমান গনি চৌধুরি জানান, এই অনাকাঙ্খিত ঘটনায় জিপিএইচ এর পক্ষ থেকে আমরা আন্তরিক দুঃখ প্রকাশ করছি এবং আমরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। দুইজন মূল্যবান কর্মীর অকাল মৃত্যুতে জিপিএইচ কর্তৃপক্ষ গভীরভাবে শোকাহত।

তিনি আরো জানান, জিপিএইচ ইস্পাত সব সময় কর্মীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে এবং এই অপূরণীয় ক্ষতি জিপিএইচ পরিবারকে গভীরভাবে নাড়া দিয়েছে। আমরা বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। আমাদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবারের জন্য সর্বোচ্চ সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করছি।

চাটগাঁ নিউজ/কামরুল/এমকেএন