চাটগাঁ নিউজ স্পোর্টস : ড্রেসকোড নিয়ম ভাঙায় নিউইয়র্কে অনুষ্ঠিত ওয়ার্ল্ড র্যাপিড চ্যাম্পিয়নশিপ থেকেই বাদ পড়লেন পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন র্যাঙ্কিংয়ে শীর্ষ দাবাড়ু ম্যাগনাস কার্লসেন। জিন্স প্যান্ট পড়ে আসায় দাবার নিয়ন্ত্রক সংস্থা ফিদে তাকে একবার সতর্ক করেছিল। কিন্তু তিনি নিজের জিন্স প্যান্ট পাল্টাতে চাননি। জিন্স প্যান্ট পড়া নিয়ে সংস্থার সাথে সৃষ্ট দ্বন্দ্বে টুর্নামেন্ট থেকেই সরে গেলেন দাবায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেন। সোমবার থেকে নিউইয়র্কে শুরু হতে যাচ্ছে ওয়ার্ল্ড ব্লিটৎজ চ্যাম্পিয়নশিপ।
ফিদে তাদের বিবৃতিতে বলেছে, ম্যাগনাস কার্লসেন জিন্স পরে পোশাকের নীতিমালা (ড্রেসকোড) ভেঙেছেন, যেটা এই ইভেন্টে দীর্ঘদিন ধরে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ। প্রধান বিচারক কার্লসেনকে এই নিয়ম ভাঙার বিষয়ে জানিয়েছেন, ২০০ ডলার জরিমানাও করেছেন এবং পোশাক পাল্টানোর অনুরোধ করেছেন। দুর্ভাগ্যজনকভাবে কার্লসেন তা প্রত্যাখ্যান করেছেন, যার ফলে নবম রাউন্ডে (খেলায়) তাকে নেওয়া হয়নি। এই সিদ্ধান্ত পক্ষপাতহীন এবং সবার জন্য সমানভাবে প্রযোজ্য।
সপ্তম রাউন্ড শেষে জিনস পরে খেলায় কার্লসেনকে ২০০ ডলার জরিমানা করা হয়। অষ্টম রাউন্ডে আরিয়ান তারির বিপক্ষে জয়ের পর নবম রাউন্ডের জন্য তাকে পোশাক পাল্টানোর জন্য বলা হলেও তিনি রাজি হননি। এর ফলে ওই রাউন্ডের খেলায় তাকে রাখা হয়নি এবং এই কার্লসেনও সরে দাঁড়ান।
এর আগে রাশিয়ার গ্র্যান্ডমাস্টার ইয়ান নেপোমনিয়াচ্চিও এই নিয়ম লঙ্ঘন করেছিলেন। তবে তিনি তার পোশাক পরিবর্তন করে ফিরে এসেছিলেন এবং তাই তাকে বাদ দেওয়া হয়নি।
ওয়ার্ল্ড র্যাপিডে পাঁচবার এবং ব্লিটৎজে সাতবারের চ্যাম্পিয়ন কার্লসেন। ৩৪ বছর বয়সী নরওয়ের এই গ্র্যান্ডমাস্টার দাবার জগতে রীতিমত কিংবদন্তি।
চাটগাঁ নিউজ/ইউডি