চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন জিইসি মোড় এলাকায় একটি বিউটি পার্লার থেকে প্রিয়াঙ্কা বিশ্বাস (৩৫) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) জিইসি মোড় এলাকার এরিয়াল লিজেন্ড ভবনের ৮ম তলার নাদিয়াস মেকওভার নামে ওই পার্লারের ওয়াশরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সেই পার্লার থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে।
প্রিয়াঙ্কা রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের দেওয়ানপুর গ্রামের সমীর দে ও অঞ্জলী দে দম্পতির মেয়ে। তিনি বাঁশখালী উপজেলার সিকদারবাড়ির সজীব দত্তের স্ত্রী। তারা নগরীর আগ্রাবাদ এলাকায় বসবাস করতেন। তিনি দীর্ঘদিন ধরে নাদিয়াস মেকওভারে ম্যানেজারের দায়িত্ব পালন করছিলেন। প্রিয়াঙ্কা দত্ত ২০০৬ সালে রাউজান গশ্চি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন।
সুব্রত দত্ত নামে তার এক সহপাঠী জানান, প্রতিদিনের মতোই প্রিয়াঙ্কা গতকাল বুধবারও কর্মস্থলে গিয়েছিল। সবকিছু স্বাভাবিক থাকলেও বিকেল চারটার দিকে হঠাৎ অফিসের ওয়াশরুম থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান বলেন, মেয়েটি ডিপ্রেসন থেকে আত্মহত্যা করেছে বলে ধারণা করছি। আমরা ওই পার্লার থেকে তার লাশ উদ্ধার করেছি। এসময় একটি চিরকুটও উদ্ধার করেছি। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন